ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রাক্তনদের বিয়েতে শুভেচ্ছা জানালেন মিমি-দেব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ২৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

হাই প্রোফাইল বিয়ে। নিমন্ত্রিতদের তালিকাও বেশ ভারী। তারকা থেকে মন্ত্রী-আমলা, বাদ নেই কেউ। বিয়ের অনুষ্ঠানের শুরু মে থেকে। চলবে টানা ১১ তারিখ পর্যন্ত। আর ১৩ তারিখ আরবানায় হবে রিসেপশন পার্টি। বলছি রাজ-শুভশ্রীর বিয়ের কথা।

বধূর সাজে সেজে উঠছে বাওয়ালি রাজবাড়ি। চলছে কার্ড বিলি। শেষ সময় কেনাকাটা হচ্ছে জোরকদমে। চারিদিকে আলোর দ্যুতি। এসবের মাঝে কি ভাবছেন টালিউডের অন্য দুই তারকা দেব ও মিমি- সেই প্রশ্ন অনেকেরই।

এক সময়ের ভালোবাসাকে অন্যের হতে দেখে মন খারাপ দেবের। ভক্তদের এমন আবেগ। কিন্তু হয়েছে ভিন্নটা। নতুন জীবনের জন্য রাজ-শুভশ্রীকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন দেব। টুইটারে লিখে জানিয়েছেন- তাঁদের জন্যে খুব খুশি দেব। যদিও সেটাই স্বাভাবিক। কারণ এখন দেবের মনের রানি অন্যকেউ। হাতে লেখা তাঁর না। প্রকাশ্যে না স্বীকার করলেও কারও জানতে বাকি নেই দেব-মিমির সম্পর্কের কথা।

এদিকে মিমি-রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নতুন করে কোনও সম্পর্কে জড়াননি অভিনেত্রী। তবে খুব কেঁদেছিলেন রাজের সঙ্গে ব্রেকআপের পর। তবে প্রাক্তন প্রেমিকের বাগদানের খবর পেয়ে চোখের কোণে তাঁর জল এসেছে কিনা তা অজানা। তবে প্রকাশ্যে রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

একমাস আগে, আংটি বদল করে টালিউডকে চমকে দিয়েছেন রাজ-শুভশ্রী। সেই শুরু চমকের। এরপর গত দেড় মাসে নানা চমকই দিয়েছেন তারা। যেটুকু বাকি আছে তাও শেষ হবে আগামী ১১ মে। ওই দিনই বাঙালি রীতি মেনে চার হাত এক হবে।

শোনা যাচ্ছে সিঁদুর দান, মালা বদল, সপ্তপদী সবই হবে হিন্দু নিয়মে। দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসছে বিয়ের আসর।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি