ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপের ফল রাতে হতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২০ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সভা ডেকেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সভায় অনুমোদন হলে বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের একজন সহকারী পরিচালক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রস্তুতের কাজ করছে বুয়েটের টিম। তারা উত্তরপত্র স্ক্যানিং ও যাচাই শেষে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠকে বসছেন। সব ঠিক থাকলে রাতেই ফল প্রকাশ করা হতে পারে। আজ রাতে সম্ভব না হলে আগামীকাল (২১ ডিসেম্বর) ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গণমাধ্যমে জানিয়েছিলেন, ২৪ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। আর অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ২২ ও ২৩ তারিখ সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারের (২১ ডিসেম্বর) মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।

গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

এদিকে, অনিয়ম-জালিয়াতি এবং হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়ায় ১ লাখ ৫৮ হাজার প্রার্থী অনুপস্থিত দাবি করে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন কিছু প্রার্থী। তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত আবেদন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও করেছেন।

পাশাপাশি ৫৪ জন প্রার্থীর পক্ষে ফাতেমা আক্তার নামে একজন প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেছেন। এ রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে দুই মন্ত্রণালয়সহ ১৩ অধিদপ্তর-দপ্তরে নোটিশও পাঠিয়েছেন। তবে নিয়োগ সংশ্লিষ্টরা এ নোটিশ পাননি বলে জানিয়েছেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি