ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রিমিয়ার ক্রিকেট লিগে হার দিয়ে শেষ করলো গাজী গ্রুপ ক্রিকেটার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩২, ৬ জুন ২০১৭

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সুপার লিগ পর্ব হার দিয়ে শেষ করলো চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আগেই শিরোপা নিশ্চিত করা গাজী গ্রুপ ৬ উইকেটে হেরেছে প্রাইম দোলেশ্বরের কাছে। জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানে অরাজিত ছিলেন ভারতীয় ক্রিকেট পুনিত বিসট। এছাড়া শরিফুল্লাহ অপরাজিত ছিলেন ৫১ রানে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২২২ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জহুরুল ইসলাম করেন সর্বোচ্চ ৮৭ রান। প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা ৩১ রানে নিয়েছেন ৩টি উইকেট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি