ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হলেন অধ্যাপক তফজল

প্রকাশিত : ১৯:০৭, ১৭ এপ্রিল ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম তফজল হককে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ অনুমোদন করেন। নিয়োগ আদেশে বলা হয়, এ কে এম তফজল হক আগামী চার বছর এই পদে দায়িত্বরত থাকবেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, অধ্যাপক এ কে এম তফজল হকের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৯৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯৮ সালে সহকারী অধ্যাপক, ২০০৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নির্বাচিত সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি