ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াংকার পর দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৩, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৫৮, ২২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোন তার অভিনয় দক্ষতা দিয়ে প্রতিনিয়ত নিজের সেরাটা ছড়িয়ে যাচ্ছেন। বর্তমানে বলিউডের সর্বোচ্চ প্রারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

এ বছরই তার অভিষেক ঘটেছে হলিউডের ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ভিন ডিজেল। ছবির নাম ট্রিপলএক্স: রির্টান অব জেন্ডার কেস।

এদিকে প্রিয়াংকা চোপড়া-এর হলিউডে অভিষেক ঘটেছে তারও পূর্বে। দুজনেই হলিউডে অভিষেকের সুবাদে অংশগ্রহণ করেছেন অস্কার, কানসহ বেশিরভাগ বিদেশী চলচিত্র অনুষ্ঠানে।

কিছুদিন পূর্বে খবর প্রকাশিত হয়েছিল অস্কারের ২০১৭ সদস্য তালিকায় স্থান পেয়েছেন প্রিয়াংকা চোপড়া। বিষয়টি বলিউডে বেশ আলোচিত হয়।

এর মাত্র কিছুদিন পরই জানা গেল অস্কারের সদস্যদের তালিকায় যোগ হয়েছে বলিউডের আরেক সুন্দরী দীপিকা পাড়–কোন এর নাম।

বিষয়টি দ্বীপিকা নিজেই তার টুইটার পেজে টুইট করে জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন ‘একাডেমির নতুন সদস্যপদ পাওয়ায় সম্মানিত বোধ করছি।’

এএমপিএএস কর্তৃপক্ষ এ বছর ৫৭টি দেশ থেকে মোট ৭৭৪ জন নতুন সদস্য মনোনিত করেছে। তার মধ্যে বলিউড থেকে স্থান পেয়েছেন দীপিকা ও প্রিয়াংকা।

অবশ্য ইতিপূর্বে এ তালিকায় স্থান পেয়েছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বরিয়া রায় বচ্চন, সালমান খান ও ইরফান খান।

উল্লেখ করার মত বিষয় হলো বলিউডের কিং খ্যাত শাহরুখ খান এ তালিকায় এখনও স্থান পাননি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি