ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

প্রিয়াঙ্কাকে নিয়ে রাষ্ট্রপতির রসিকতা, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ৭ অক্টোবর ২০১৮

রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুষ্ঠানে উপস্থিত থেকে চুপ করে বসে থাকবেন, তা কিন্তু হবে না। কারণ তিনি অনেক মজার মানুষ। স্টেজে তিনি যখন বক্তব্য দেন মজার মজার কথা বলেন। তার কথা বলার স্টাইল, ধরণ ও রসিকতা উপস্থিত দর্শনার্থীদের নড়েচড়ে বসতে বাধ্য করবে।

গতকাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনের অনুষ্ঠান। সেখানে রাষ্ট্রপতি ছিলেন প্রধান অতিথি। নিজের বক্তব্য দেওয়ার সময় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রসঙ্গে রসিকতা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে প্রসঙ্গে তিনি রসিকতা করে একটি মন্তব্য করেন। রাষ্ট্রপতির মজার মন্তব্য শুনে হেসে উঠেন দেশ সেরা বিশ্ববিদ্যালয়টির নবীন গ্র্যাজুয়েটরা।

এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ‘কিছুদিন আগে প্রিয়াঙ্কা দেশে এসেছিল। বাংলাদেশে দেশের বাইরে থেকে যতো রাষ্ট্রপতি, গণ্যমান্য ব্যক্তি আসেন তাদের সবাই শেষ দেখা করতে আসেন গণভবনে। প্রিয়াঙ্কা যেদিন আসবে তার আগের দিন আমার স্ত্রীকে বললাম এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে। তারপর আর প্রিয়াঙ্কা আসলো না। পরে শুনেছি, আমার স্ত্রী নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছে, প্রিয়াঙ্কা চোপড়ার বঙ্গভবনে আসার কী দরকার!’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘প্রিয়াঙ্কা যাওয়ার কিছুদিন পরই জানতে পারলাম প্রিয়াঙ্কা নাকি আমেরিকা গিয়ে তার চেয়ে বয়সে ১০-১২ বছরের ছোট নিক না কি জানি নাম এক ছেলেকে বিয়ে করেছে। এখন আমি তো তার ৩০ বছরের বড়। সে যদি ১০ বছর নিচে নামতে পারে তাহলে ৩০ বছরের উপরেও তো সে উঠতে পারতো। এ ধরনের একটা সুযোগ নষ্ট করে তো সে ঠিক করে নাই!’

রাষ্ট্রপতি নিছক মজা করেই এই মন্তব্য করেন। তার এই বক্তব্য শুনে হাসির রোল উঠে ছাত্র-ছাত্রীদের ভেতর। তার বক্তব্যের ভিডিওটিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বক্তব্যের পর রাষ্ট্রপতির রসবোধেরও প্রশংসা করছেন সবাই।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি