ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কার ফটোশুটে উষ্ণতার ছোঁয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড থেকে হলিউড। প্রিয়াঙ্কার রূপে মুগ্ধ সবাই। সেই মুগ্ধতায় লাগল উষ্ণতার ছোঁয়া। বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়া নাড়িয়ে দিলেন হট প্রিয়াঙ্কা চোপড়া। ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুট করেছেন বলিউডের এই অভিনেত্রী।

সুদূর আমেরিকায় বসে ভক্তদের জন্য সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এই ফটোশুটের প্রতিটি ফ্রেমে অনন্যা হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। এরজন্য তিনি ফটোগ্রাফারদেরও ধন্যবাদ জানিয়েছেন।

‘আ কিড লাইক জেক’-এর প্রচারে নিউইয়র্ক রয়েছেন তিনি। কিছুদিন আগে গ্র্যামি অ্যাওয়ার্ড শোতে দেখা গিয়েছিল নায়িকাকে। সেখানে স্নো হোয়াইট রঙের পোশাক পরে দর্শকদের নজরে আসেন তিনি।

এদিকে নীবর মোদির ওপর চোটেছেন নায়িকা। বিজ্ঞাপনের শ্যুট করিয়ে, টাকা না দেওয়ায় মোদিজির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি