প্রিয়াঙ্কার ভারতে ফেরা নিয়ে আপত্তি
প্রকাশিত : ১৭:২৬, ১৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৫১, ১৯ আগস্ট ২০১৭
ভারতীয় পোশাকের বদলে জিন্স পরে জাতীয় পতাকা গলায় ধারণ করার অপরাধে প্রিয়াঙ্কার দেশে ফেরার ব্যাপারে আপত্তি জানিয়েছেন তার কর্মকাণ্ডে বিরাগভাজনরা।
জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিও পোস্ট করেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভিডিওতে দেখা যাচ্ছে, গলায় ভারতের জাতীয় পতাকা জড়িয়ে ওড়াচ্ছেন। তখন প্রিয়াঙ্কার পরনে ছিল হাই ওয়েস্ট জিনস ও সাদা ট্যাঙ্ক টপ।
এই ভিডিও পোস্ট করতেই রে-রে করে ওঠেন একদল মানুষ। শাড়ি বা ভারতীয় পোশাকের বদলে জিন্স টপে প্রিয়াঙ্কাকে জাতীয় পতাকা ওড়াতে দেখে তাদের মনে হয়, প্রিয়াঙ্কা ভারতীয় জাতীয় পতাকার অপমান করছেন। আর শাস্তিস্বরূপ দেশে ফিরতেই তাকে না করেছেন অনেকে।
গত ১৫ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিডিওটি পোস্ট করেন তিনি। একজন তাই কমেন্টে লেখেন, দয়া করে ভারতে ফিরে আসবেন না। আর একজন লেখেন, এই দিনটির জন্য আপনার কাছে একটিও সালোয়ার-কামিজ নেই? অন্তত এই দিনে আমরা আশা করেছিলাম আপনি শাড়ি পরবেন। আর একজন লেখেন, এটা আপনার ওড়না নয়। একটু শ্রদ্ধা থাকা দরকার ছিল।
আরকে/ডব্লিউএন