ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ২১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:০৪, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার। অভিনয়ে নিয়মিত না থাকলেও মিডিয়ায় চর্চ্চিত তারকাদের মধ্যে তিনি একজন। তাকে নিয়ে গণমাধ্যমেরও আগ্রহ কম নয়। এবার নতুন খবর প্রকাশ পেয়েছে এই তারকাকে নিয়ে। বিয়ের দুই বছর পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা গেছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি।

সম্প্রতি মুম্বাইয়ে ঘুরতে বের হয়েছিলেন এই তারকা। দীর্ঘদিন পর জনসম্মুখে এলে তাতেই নজরবন্দি হন ভক্তদের। তারপর থেকেই তার মা হওয়ার সম্ভাবনার গুজব ডালপালা ছাড়াতে থাকে।

প্রীতিকে দেখা গেছে ঢিলেঢালা পোশাকে। কালো স্কার্ফে পেটের বেশ কিছুটা ঢাকা। আর এতেই প্রশ্ন উঠেছে, তিনি কি গর্ভাবস্থার কথা লুকনোর চেষ্টা করছেন?

অবশ্য এ নিয়ে তার কিংবা তার পরিবারে পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অধিবাসী প্রেমিক জিন গুডএনাফকে বিয়ে করেন এই তারকা।

সূত্র : টাইমস নাও

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি