ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রীতি ম্যাচে কাল শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ২৮ আগস্ট ২০১৮

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিকেল চারটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়া সরাসরি ধারাভাষ্য সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় ফুটবল সমর্থকদের মধ্যে। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে ১৩ হাজার টিকিট। যার প্রতিটির মুল্য ১০০ থেকে ১০০০ টাকা। বাকী ৭০০০ টিকিট বিক্রি হবে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায়।

এশিয়ান গেমসে বাংলাদেশ অনুর্ধ-২৩ দলের অসাধারণ পারফর্মেন্সের কারণে এমনিতেই দেশ ব্যাপী শুরু হয়েছে ফুটবলের নব জাগরণ। ইন্দোনেশিয়ায় অনুষ্টিত ম্যাচের গ্রুপ পর্বে থাইল্যান্ডের সঙ্গে ড্র করার পর কাতারকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মত শেষ ষোলতে খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও নকআউট পর্বে উত্তর কোরিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে লাল সবুজের দলটি। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি