ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রীতি ম্যাচে ১-০ গোলে ঢাকা রিপোটার্স ইউনিটিকে হারাল ‘নগদ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ১৩ নভেম্বর ২০২২

দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং ঢাকা রিপোটার্স ইউনিটির আয়োজনে নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুরু হয়েছে। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে নগদ লিমিটেড এবং ঢাকা রিপোটার্স ইউনিটির মধ্যে আয়োজিত প্রীতিম্যাচে জয় পেয়েছে নগদ লিমিটেড। 

ম্যাচের একমাত্র গোলটি করেন নগদ-এর বিজনেস সেলস বিভাগের কী অ্যাকাউন্ট ম্যানেজার তাপস আহমেদ। গোলপোস্টে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন নগদ-এর বিটিএল ও ইভেন্টস টিমের ম্যানেজার কাজী রেজাউল ইসলাম।

এর আগে আজ রোববার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও মারুফুল ইসলাম ঝলক ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের তুখোড় খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উপস্থিত ছিলেন।

প্রীতি ম্যাচের শুরুতে নগদ এবং ঢাকা রিপোটার্স ইউনিটির খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা।

উদ্বোধনী বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতি বছর এরকম চমৎকার একটি আয়োজন করে। আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত। এমন আয়োজনে বেশিরভাগ মিডিয়া হাউসের ভাই-বোনেরা অংশ নেন এবং সুন্দর সময় পার করেন, যা সত্যিই
অসাধারণ।’   

এ সময় বিশেষ অতিথি হিসেবে নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, প্রতিবছর আমরা ডিআরইউ-এর সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সাংবাদিক ভাই-বোনদের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সামনেও নগদ-ডিআরইউ-এর পাশে থাকবে।’

নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২-এ এবার টেলিভিশন, সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টালসহ সব মিলে ৫১টি মিডিয়া হাউস অংশ নিচ্ছে। আটটি গ্রুপে নকআউট পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।

আজকের প্রীতি ম্যাচে নগদ-এর দলে ছিলেন সাদমান হোসেন নাহিন, কাজী রেজাউল ইসলাম, আবদুল্লাহ আল ফাহিম, আকিব-উল উসলাম, শাকিক খান, তাপস আহমেদ, সাজিদ আল মামুন, লিংকন মো. লুৎফরজামান সরকার, আইএসএম জাকারিয়া ও সিয়াম আল তাহমিদ।  

ডিআরইউ-এর দলে ছিলেন তারিকুল ইসলাম মাসুম, সাদমান সাকিব, মনিরুজ্জামান উজ্জ্বল, কামাল তালুকদার, সাইফুল জুয়েল, আবদুল্লাহ শাফী, হাসনাত শাহীন, রকিবুল ইসলাম মানিক, মনির মিল্লাত, আশিক মাহমুদ এবং অতিথি খেলোয়াড় ছিলেন নজরুল ইসলাম মিঠু ও মাকসুদা লিসা। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি