ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমিকা নিয়ে হোটেলকক্ষে স্বামী, জুতা খুলে বেধড়ক মার স্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ২২ সেপ্টেম্বর ২০২২

জুতা দিয়ে স্বামীকে বেধড়ক মারছেন স্ত্রী

জুতা দিয়ে স্বামীকে বেধড়ক মারছেন স্ত্রী

Ekushey Television Ltd.

প্রেমিকার সঙ্গে হোটেলে পরকিয়ায় মত্ত ছিলেন এক ব্যক্তি। আচমকাই সেখানে হাজির ওই ব্যক্তির স্ত্রী। আর যায় কোথায়! স্বামীর সঙ্গে ওই নারীকে দেখে একেবারে রেগে আগুন স্ত্রী নীলম। এরপরই পা থেকে জুতা খুলে স্বামীকে বেধড়ক পেটাতে শুরু করেন তিনি। সঙ্গে তার প্রেমিকাকেও চুলের মুঠি ধরে পেটাতে শুরু করেন নীলম।

ভারতের আগ্রার ওই হোটেলের এই গোটা ঘটনার ভিডিও করেছেন অভিযুক্ত ওই ব্যক্তির শ্য়ালক। তবে ঘটনার আকষ্মিকতায় একেবারে আকাশ থেকে পড়েন তিনি। 

ভারতীর সংবাদমাধ্যমের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম দীনেশ। তিনি স্থানীয় একটি হাসপাতালে কাজ করেন। 

তার স্ত্রী নীলমের অভিযোগ, দীনেশের সঙ্গে এক নারীর পরকিয়া সম্পর্ক রয়েছে। বাধ্য হয়েই বাবার বাড়িতে থাকেন তিনি। গত ১৯ সেপ্টেম্বর প্রেমিকাকে নিয়ে দিল্লি গেট এলাকার ওই হোটেলে উঠেছিলেন দীনেশ। এটা জানতে পেরেই হোটেলের সেই কক্ষে গিয়ে হাজির হন তিনি। আর সেখানেই দেখা যায় দীনেশ ওই নারীর সঙ্গে পরকিয়ায় মত্ত। এরপরই শুরু হয় বেধড়ক মার।

আর এমন মার খেয়ে দীনেশ বার বার ক্ষমা চান স্ত্রীর কাছে। বলেন, আর কোনওদিন এমনটা হবে না। আমায় ক্ষমা করে দাও। 

মার খেয়ে কান্নাকাটি জুড়ে দেন দীনেশের ওই প্রেমিকাও। তিনিও বলতে থাকেন আর কোনওদিন এমন হবে না। এবারের মতো ছেড়ে দিন। তবে অত সহজে ছেড়ে দিতে চাননি নীলম।

এদিকে ঘটনার পরেই পুলিশ যায় ঘটনাস্থলে। দীনেশ ও তার প্রেমিকাকে আটকও করে পুলিশ। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি