ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রেম জমে ক্ষীর, শ্রদ্ধা-রাহুলের অস্বীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্যারিয়ারে সোনালি সময় পার করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’-এর ব্যাপক সাফল্যের পর তুমুল আলোচনায় অভিনেত্রী। তবে আলোচনা রয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়েও। প্রেম নিয়ে প্রায়ই কানাঘুষা শোনা যায় শ্রদ্ধার।

সম্প্রতি গুঞ্জন চলছে, শ্রদ্ধার হিট চলচ্চিত্র ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর লেখক রাহুল মোদীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। তবে প্রেমের প্রসঙ্গে একেবারেই মুখে কুলুপ এঁটে রাখেন শ্রদ্ধা। খুব একটা আগ্রহী নন এই বিষয়ে কথা বলতে। পাপারাৎজিদের প্রশ্নও এড়িয়ে যান।

তবে খবরের শিরোনাম হওয়া থেকে নিজেকে আড়ালে রাখতে চাইলেও শ্রদ্ধার দিকে ঈগলের চোখ পাপারাৎজিদের। প্রায়ই রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার ঘুড়ে বেড়ানো চোখে পড়ে তাদের। ছবিও ফাঁস করেন অনেকে। এবার অবশ্য লুকোচুরি নয়, এক বিয়ের অনুষ্ঠানেই কথিত প্রেমিক রাহুলকে নিয়ে হাজির শ্রদ্ধা।
 
সম্প্রতি একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে হাজির শ্রদ্ধা এবং রাহুল। সেই ভিডিও প্রকাশ হতেই রীতমতো ভাইরাল। বিয়েতে নবদম্পতির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে এই জুটিকে। শ্রদ্ধার পরনে ছিল বেজ রঙের একটি লেহেঙ্গা।

পোশাকের সঙ্গে ছিল মানানসই গয়না এবং ব্যাগ। রাহুলকে দেখা গেছে শার্ট-প্যান্ট ও স্যুটে।

গত বছর থেকেই চিত্রনাট্যকার রাহুলের সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের গুঞ্জন শুরু হয় শ্রদ্ধার। দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। একাধিক পার্টিতেও দেখা মিলেছে তাদের। তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। বলতে গেলে, ডুবে ডুবেই জল খাচ্ছে এ তারকা জুটি! ভক্ত অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন তাদের প্রেমের ঘোষণার।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি