ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৩:০৮, ২৪ নভেম্বর ২০২৪

হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১২ দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর ফলে পল্টন, জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচল করা মানুষজন।

১১ দফা দাবিতে অটোরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা, ভ্যান নিয়ে হাজির হতে থাকেন আন্দোলনকারীরা। 

এ সময় তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে’ স্লোগান দিতে থাকেন। পরে প্রেস ক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন। 

প্রেস ক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। মঞ্চে ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

আন্দোলনে আসা চালকরা জানান, তারা কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। চিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালক অবরোধে যোগ দিতে আসছেন।

সরেজমিনে দেখা যায়, প্রেস ক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে করে লাল ব্যানার নিয়ে ব্যাটারিচালিত রিকশাচালকরা স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকেন।

এদিকে, একই দাবিতে সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ীর মোড় অবরোধ রেখেছেন অটোরিকশার চালকরা। এছাড়াও রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। 

রোববার সকাল সাড়ে ১০টা থেকে তাদের এই অবরোধের ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচল করা মানুষজন।

অন্যদিকে তাদের সমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
 
তাদের ১২ দফার মধ্যে অন্য দাবিগুলো হলো: দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের যৌক্তিক রুট পারমিট দেয়া, ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন, সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি