ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

যুব বিশ্বকাপ

প্রোটিয়াদের হারিয়ে সেমিতে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২৪ জানুয়ারি ২০১৮

সেমিফাইনালে ওঠা হলো না বিশ্ব ক্রিকেটের আনপ্রেডিক্টেবল খ্যাত দক্ষিণ আফ্রিকার যুবাদের। পাকিস্তানের কাছে তিন উইকেটে হেরে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে জ্যাক ক্যালিসের উত্তরসূরীদের। এতে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের।

টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৮৯ রানে তোলে প্রোটিয়ারা। ২০০’র ঘরে যেতে না পারার আক্ষেপই পোড়াবে বেশি দলটিকে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানকেও দক্ষিণ আফ্রিকান বোলারদের সামলাতে হয়েছে কঠিনভাবে। ১১১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। তবে আলি জারইয়াব আসিফের হার না মানা ৭৪ রান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। এতে ১৩ বল বাকি থাকতেই তিন উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কিস্তান।

পাকিস্তানি বোলারদের তোপে শুরুতেই বড় ধাক্কা খায় প্রোটিয়ারা। মাত্র ৪৩ রানের মধ্যে ৪ উইকেট হারালে প্রোটিয়াদের বড় স্কোর গড়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ওয়ান্দিলে মাকুইতো। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌছেন জেসন নাইমেন্দ ও জেন ডু প্লেসিস। পাকিস্তানের পক্ষে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পেস বোলার মুহাম্মদ মূসা। এছাড়া শাহ- আফ্রিদি দুই উইকেট নিয়ে প্রোটিয়াদের চাপের মুখে ফেলে দেন।

সুত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি