ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

প্রয়াত মেয়র আনিসুলের নামে সড়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ২৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩১, ২৮ জানুয়ারি ২০১৮

২০১৫ সালে মেয়র নির্বাচন প্রচারণার এক জনসভায় বক্তব্য রাখছেন আনিসুল হক। ছবিঃ শাওন

২০১৫ সালে মেয়র নির্বাচন প্রচারণার এক জনসভায় বক্তব্য রাখছেন আনিসুল হক। ছবিঃ শাওন

রাজধানীর তেজগাঁও সাত রাস্তা মোড় থেকে কারওয়ান পর্যন্ত সড়কটির এখন নতুন নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই জনপ্রিয় সাবেক মেয়রের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সড়কটিকে তার নামে পরিচিতি দেওয়া হয়েছে।

প্রয়াত মেয়রের নামে এই সড়কটির নাম ঠিক করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ১১ ডিসেম্বর সিটি কর্পোরেশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান আনিসুল হক। রাজধানীর তেজগাঁও সাত রাস্তা মোড়ের অবৈধ ট্রাক স্ট্যান্ড দখলমুক্ত করা সহ বেশ কিছু শক্ত এবং দৃঢ় পদক্ষেপের কারণে মেয়র হিসেবে দ্রুতই এ জনপ্রিয়তা পান আনিসুল হক।

উল্লেখ্য, বেশ কিছু দিন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৩০ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়র আনিসুল হক।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি