ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

প্রয়োজনে মাইক ফিট করে দেব, নাটক করবেন না: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

পুরোনো ছবি

পুরোনো ছবি

বিএনপিকে সমাবেশ করা নিয়ে হা-হুতাশ না করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যান সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, প্রয়োজন হলে মুক্তমঞ্চ করে দেব, দরকার হলে মাইক ফিট করে দেব। সেই সঙ্গে বিএনপিকে ‘নাটক’ না করতে সতর্ক করে দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ১০ বছরে ১০ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেননি। আপনাদের দাবির এত জোর, কই ৫০০ লোকের মিছিলও দেখি নাই। তারপরও সমাবেশের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে। অনুমতি পেয়ে যাবেন, তবে এ নিয়ে যেন কোনো নাটক না হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে তিনি বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান সবার জন্য উন্মুক্ত। সেখানে প্রয়োজনে মুক্তমঞ্চ করে দেওয়ার কথাও বলেছেন তিনি। যার যা খুশি বলতে পারবেন। দরকার হলে আমরা মাইকও ফিট করে দেবো। কিন্ত রাস্তায় চেঁচামেচি করতে দেবো না, আমরাও করবো না, আপনাদেরও দেবো না।

পত্রিকার মালিক, সম্পাদকদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহবান জানিয়ে তিনি বলেন, আমার অনুরোধ যা দেখবেন, যা শুনবেন তাই লিখবেন। শুক্রবার ১৪ দলের সমন্বয়ক আমাকে বলেছেন তারা কর্মী সমাবেশ করছেন। কিন্তু আপনারা একে সমাবেশ বলছেন কেন? সমাবেশ বানিয়ে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি তো আমরা করবো না। পাল্টাপাল্টি করলে কী আমরা নাট্যমঞ্চে করবো? এটা সমাবেশ নয়, এটা হচ্ছে কর্মী সমাবেশ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি