ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

প্লেবয় মডেলের সঙ্গে সম্পর্ক গোপন করেছিলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ২২ মার্চ ২০১৮

এবার কারেন ম্যাকডোগাল নামে এক মডেলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক প্রকাশিত হয়েছে। প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন প্লেবয়ের সেই মডেলের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক এতদিন কৌশলে গোপনে রাখা হয়েছিল। বিষয়টি ধামাচাপা দেওয়ায় সেই নারী এবার বিষয়টি আদালতে তুলেছেন।

কারেন ম্যাকডোগালের কাহিনী বেশ কৌশলেই গোপন রাখা হয়েছিল ট্রাম্পের পক্ষ থেকে। কারেন ম্যাকডোগালকে বলা হয়েছিল তার কাহিনী প্রকাশ করা হবে। এজন্য শুধু একটি নির্দিষ্ট মিডিয়াই তা প্রকাশ করবে- অন্যদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। এজন্য টাকা দিয়ে সত্ত্ব কিনে নেওয়া হয়। এরপর সেই কাহিনী আর প্রকাশ করা হয়নি। ফলে মার্কিন জনগণও সেই তথ্য থেকে বঞ্চিত হয়।

আমেরিকান মিডিয়া ইনকর্পোরেশন প্রকাশিত দ্য ন্যাশনাল ইনকোয়ার ট্রাম্প ম্যাকডোগালকে ২০১৬ সালে দেড় লাখ ডলার দিয়ে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের তথ্যের স্বত্ব কিনে নেয়। যদিও কোনো দিনও ওই গল্প আর প্রকাশ করা হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কার শুক্রবার ওই মডেলের হাতে লেখা নোটের বরাতে এ তথ্য সামনে এনেছে। কারেন ম্যাকডোগাল ১৯৯৮ সালে প্লেবয় ম্যাগাজিনের প্লেমেট অব দি ইয়ার নির্বাচিত হয়েছিলেন।

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি