ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পয়েন্ট হারিয়েছে লিভারপুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২৩ জানুয়ারি ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার জয়ের পর সোয়ানসি সিটির মাঠে পয়েন্ট হারিয়েছে ক্লপের শিষ্যরা। সোমবার পয়েন্ট টেবিলের তলানির দল সোয়ান সিটির কাছে ১-০ গোলে হেরে গেছেন তারা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করেও গোলের দেখা পায়নি লিভারপুল। উল্টো ম্যাচের ৪১ মিনিটে ইংলিশ ডিফেন্ডার অ্যালফি মসন গোলে তৃতীয় হার নিশ্চিত হয় অল রেডদের।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লিভারপুল। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে দলটি।

এ হারে ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৫০। ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। এবং ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।

একে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি