ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফটোগ্রাফিতে ভরসার নাম এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে দিন দিন জনপ্রিয় হচ্ছে ফটো ও সিনেমাটোগ্রাফি। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ক্যারিয়ার ছাড়াও শখের বশে ছবি তোলার আদাল এক ধরণের আগ্রহ থাকে। কিন্তু বাজারের দামি দামি ক্যামেরা এবং ক্যামেরা অ্যাকসেসরিজের সাধ অনেক সময়ই সাধ্যে কুলায় না। এমন যারা আছেন তাদের কাছে ভরসার নাম এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি।

এসএস ক্যামেরা এন্ড ফটোগ্রাফি’তে বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা, লেন্স এবং ক্যামেরা অ্যাকসেসরিজ পাওয়া যায় সুলভ মূল্যে। যারা ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফির জন্য দরকারি জিনিস কিনতে চান তাদের জন্য বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ক্যামেরা ও অন্যান্য জিনিসের সংগ্রহ আছে এখানে। এছাড়াও যাদের দামি দামি ক্যামেরা অথবা অ্যাকসেসরিজ কেনার সামর্থ্য নেই অথবা যাদের খণ্ডকালীন সময়ে কোন বিশেষ ক্যামেরা বা অ্যাকসেসরিজের দরকার পরে তাদের জন্য ক্যামেরা ইকুইপমেন্ট ভাড়ায় নেওয়ার ব্যবস্থাও আছে এখানে।

প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয় যে, এখানে ক্যানন, নাইকন ও সনি ব্র্যান্ডের ডিএসএলআর ক্যামেরা পাওয়া যায়। এছাড়াও আছে বিভিন্ন ব্র্যান্ডের ভিডিও ক্যামেরা। অতিরিক্ত সংযোজনের জন্য লেন্স, ফ্ল্যাশসহ বিভিন্ন ধরণের অ্যাকসেসরিজ যেমন লেন্স হুড, ফিল্টার, ব্যাটারি, মেমরি কার্ড, ক্যামেরা গ্রিপার, এলইডি লাইট, কার্ড রিডার, ক্যামেরা ব্যাগ পাওয়া যায় এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফিতে। পাশাপাশি স্টুডিও লাইট সেটআপের সকল উপকরণ যেমন স্নুট, লাইট, ছাতা, রিফ্লেকটর, বিউটি ডিশ, অক্টাগন, বাউন্সার, ব্যাকড্রপসহ বিভিন্ন যন্ত্রাংশও পাওয়া যায় এখানে। এসব জিনিস কেনার পাশাপাশি ভাড়ায় নিতে পারবেন ফটো বা সিনেমাটোগ্রাফাররা। অন্যদিকে যাঁদের স্টুডিও নেই কিন্তু খন্ডকালীন সময়ের জন্য স্টুডিও’র প্রয়োজন হয় তাদের জন্য ভাড়ায় স্টুডিও ব্যবহারের সুযোগও থাকছে এখানে।

বিশ্ববিদ্যালয় ছাত্র এবং তরুণ ফটোগ্রাফার, ইউটিউবার নুরে আলম বলেন, “আমি পড়াশুনার পাশাপাশি ফটোগ্রাফি এবং ইউটিউবের জন্য ভিডিও বানাই। ভালো মানের ছবি বা ভিডিও পেতে আমার মাঝে মাঝে কিছু ইকুইপমেন্ট দরকার হয় যার বাজার মূল্য অনেক বেশি। তাই কেনা সম্ভব না। আবার কিছু জিনিস আছে যা রোজ দরকার হয় না। কিনে ফেললে পরে থাকবে। তাই এমন জিনিসের যখন দরকার হয় তখন এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি থেকে ভাড়ায় নিই। আমার নাইকন ক্যামেরাটা অবশ্য এখান থেকেই কেনা”।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এবং আলোকচিত্র সাংবাদিক ইকরাম চৌধুরী বলেন, “অনেক সময়ই সহকর্মীদের কাছে শুনতাম যে, তাদের কোন ক্যামেরা বা ক্যামেরা সম্পর্কিত অ্যাকসেসরিজ লাগে। জুনিয়র-সিনিয়র সবাইকেই বলতে শুনতাম। কিন্তু বাংলাদেশে এসব জিনিসের দাম অনেক বেশি। যেকারণে অনেকে আবার তা কিনতে পারেন না। আর কম দামি কিছু প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু সেগুলো রিফার্বিশড যার গুণগত মান খারা। তাই তখন চিন্তায় আসলো যে, যদি আমি বাজারের থেকে কম দামে ভালো মানের ক্যামেরা এবং অ্যাকসেসরিজ দিতে পারি তাহলে খারাপ হয় না। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করি”।

“আরেকটি বিষয় আমার নজরে আসে যে, ঢাকা শহরে কোথাও এধরনের ইকুইপমেণ্ট ভাড়া পাওয়া যায় না। আমি যদি এমন একটা ব্যবস্থা চালু করতে পারি তাহলে এই খাত সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে যারা উদীয়মান এবং তরুণ ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার তারা উপকৃত হবেন। তাই এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফিতে এই ‘রেন্ট’ (ভাড়া) ব্যবস্থা চালু করি আমরা”।

এসএস ক্যামেরা এন্ড ফটোগ্রাফি ইকুইপমেন্ট বিক্রি এবং ভাড়া দেওয়ার পাশাপাশি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বিশেষ করে বিভিন্ন ইভেন্টে ফটো এবং সিনেমাটোগ্রাফি সল্যুশন দেয় প্রতিষ্ঠানটি।

এসএস ক্যামেরা ও ফটোগ্রাফির ফেসবুক লিঙ্কঃ

https://www.facebook.com/iqramcamera/

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি