ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ফরহাতুন নূর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পথ চলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ২৮ অক্টোবর ২০১৮

সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিতে চালু হয়েছে ‘ফরহাতুন নূর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য চিকিৎসালয়। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সাভারের গেন্ডাগ্রামের ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. আইনাল হক। এ সময় উপস্থিত ছিলেন ফরহাতুন নূর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফরহাতুন নূর, নির্বাহী পরিচালক হাবিব ওয়াহিদ ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এই ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিত মানুষ ও অসহায়-অক্ষমরা সহায়তা পাবেন।

ফরহাতুন নূর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য এখন বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা এবং এলাকার অসহায় নারীদের আত্মনির্ভরশীলের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে বিনা অর্থে সেবা দেওয়ার পাশাপাশি কর্মক্ষম মানুষদের কাছ থেকে চিকিৎসার ব্যয় নেওয়া হবে।

প্রথমদিন থেকে রোগী দেখা শুরু হয়েছে। প্রতি বুধ ও শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগী দেখা হবে বলেও জানিয়েছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিব ওয়াহিদ।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি