ফলো অনে বাংলাদেশ
প্রকাশিত : ২২:৪৯, ৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৫৮, ৮ অক্টোবর ২০১৭
ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার করা ৫৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশর প্রথম ইনিংস।
এক রাবাদাতে যেন ধসে গেলো বাংলাদেশর প্রথম ইনিংস। শেষ উইকেটে আউট হতে হতেও বারবার বেঁচে যাচ্ছিলেন রুবেল। শেষ পর্যন্ত রাবাদার ইয়র্কারে সমাপ্তি। রুবেলকে ফিরিয়ে রাবাদা গুটিয়ে দিলেন বাংলাদেশকে। পূর্ণ করলেন ক্যারিয়ারে ষষ্ঠ ৫ উইকেট। ৩৩ রানে ৫ উইকেট!
৪২৬ রানে পিছিয়ে থাকায় সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। প্রথম ইসিংসে বাংলাদেশের বিবর্ণ বোলিংয়ের পরে ব্যাটিংয়ে চরম ব্যার্থতা ও দায়িত্বহীনতার পরিচয় দেন ব্যাটসম্যানরা। ফলো অনে পড়লো বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭০ রান করেন লিটন দাশ। ইমরুল কায়েস ২৬ রান, তাইজুল ইসলাম ১২ রান এবং রুবেল হোসেন করেন ১০ রান। আর কোনো ব্যাটসম্যানের রানই দুই ডিজিটের কোটায় পৌঁছাতে পারেনি। শূন্য রানে আউট হয়েছেন সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান।
এর আগে ৪ উইকেট হারিয়ে ৫৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
টিকে