ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ফাঁকা হয়ে উঠেছে চট্টগ্রাম

প্রকাশিত : ১৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম ছেড়ে গেছে কয়েক লাখ মানুষ। ফাঁকা হয়ে উঠেছে বন্দর নগরী। বদলে গেছে চিরচেনা রুপ। এদিকে, বিনোদন কেন্দ্র সহ ফাঁকা নগরীতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশের তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। পাশাপাশি ঈদ জামাতে নিরাপত্তা জোরদারের কথাও জানিয়েছেন তারা। ঘন্টার পর ঘন্টা লেগে থাকা যানজট, সারি সারি গাড়ির লাইন কিংবা বন্দর থেকে পণ্য বোঝাই যানবাহনের চাপ নেই বন্দর নগরী চটগ্রামের রাজপথে। ফাঁকা হয়ে গেছে চট্টগ্রাম মহানগরী।  বদলে গেছে চিরচেনা রূপ। ঈদের বন্ধে নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। পাশাপাশি আবাসিক এলাকায় টহল বাড়ানোর কথা জানিয়েছেন তারা। এদিকে, চলছে ঈদ জামাতের প্রস্তুতি। নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এবং চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে হবে ঈদের প্রধান জামাত। ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানান নগর পুলিশের কর্মকর্তারা। এছাড়া, নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি