ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফাইজার ভ্যাকসিন এক মাস ফ্রিজে রাখার অনুমোদন যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২০ মে ২০২১

ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ এক মাস রেফ্রিজারেটরের তাপমাত্রায় মজুত রাখার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এ টিকা কেবলমাত্র পাঁচ দিন এই ধরনের তাপমাত্রায় মজুত রাখার অনুমোদন ছিল।

টিকা বিতরণের ক্ষেত্রে এই অনুমোদন ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানায়, ‘ফাইজারের জমা দেয়া সাম্প্রতিক উপাত্ত পর্যালোচনার ভিত্তিতে’ তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে এবং এ টিকা সর্বোচ্চ এক মাস ২-৮ ডিগ্রী সেলসিয়াস (৩৫-৪৬ ডিগ্রী ফারেনহাইট) রেফ্রিজারেটর তাপমাত্রায় মজুত রাখার অনুমোদন দিয়েছে।

এফডিএ’র সেন্টার ফর বায়োলজিস ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চের পরিচালক পিটার মার্কস বলেন, ‘টিকা মজুতের মেয়াদ পরিবর্তনের এই অনুমোদন ভ্যাকসিন প্রদানকারীদের সক্ষমতার ক্ষেত্রে সুবিধাজনক হওয়ায় আমেরিকার জনগণের কাছে এ ভ্যাকসিন আরো সহজলভ্য হবে।’

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিও সোমবার ফাইজারের ভ্যাকসিন সর্বোচ্চ এক মাস ফ্রিজে মজুত রাখার অনুমোদন দিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি