ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ফাইনালের আগে বেটিসের মুখোমুখি রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ২০ মে ২০২২

স্প্যানিশ লা-লিগায় নিজেদের শেষ ম্যাচে শুক্রবার দিবাগত রাতে রিয়াল বেটিসের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এরই মধ্যে নিজেদের ইতিহাসে রেকর্ড ৩৫তম লিগ শিরোপা ঘরে তুলেছে লজ-ব্লাঙ্কোসরা। তাই এই ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার তাদের জন্য। তবে, এটাকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রিহার্সেল হিসেবেও নিতে পারে স্প্যানিশ জায়ান্টরা।

কেননা, ২৮ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুরের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অপ্রত্যাশিত ইনজুরি থেকে মুক্ত থাকতে আজকের ম্যাচে মূল একাদশের বেশিরভাগ খেলোয়ারকেই রিয়াল বস কার্লো অ্যানচেলেত্তি বিশ্রাম দেবেন বলেই জানা গেছে। 

এদিকে, দিনের অপর ম্যাচে লেভান্তেকে আতিথ্য দেবে রায়ো ভায়কানো।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি