ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ফাইনালের পথে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৩ মে ২০১৭ | আপডেট: ১২:৩৯, ৩ মে ২০১৭

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে রোনাল্ডো ম্যাজিকে ফাইনালের পথে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম সেমিফাইনালের প্রথম লেগের খেলায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে জিদানের শিষ্যরা হারিয়েছে ৩-০ গোলে। তিনটি গোলই করেন দলের পর্তুজিগ তারকা রোনালদো। ১০ মিনিটে মিনিটে প্রথম গোল করে সূচনা করেন এই কুশলী ফরোয়ার্ড। বিরতির আগে অবশ্য আর গোলের দেখা পায়নি। বিরতির পর ৭৩ আরো একটি গোল করে ব্যবাধান বাড়ান রোনালদো। আর ৮৬ মিনিটে গোল করলে হ্যাট্টিক পূর্ন করার পাশাপাশি দলের দারুন জয় নিশ্চিত করেন রিয়ালের এই প্রধান তারকা। এটি চলতি টুর্নামেন্টে রোনালদোর টানা দ্বিতীয় হ্যাট্টিক। বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগের খেলায় হ্যাট্টিকের দেখা পেয়েছিলেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি