ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফাইনালের স্বপ্নেই আজ মাঠে নামবে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০১৮

আজ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। কিন্তু ম্যাচটা হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে মাশরাফি বাহিনীকে। তাই সব ভুলে আজ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটিতে জয়ের পণ পুরো দলের।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ তিন ওয়ানডের দুটিতেই হেরেছে টাইগাররা। কিন্তু টানা দুই হারের ধকল সামলে বাংলাদেশ প্রত্যয়ী ফাইনাল খেলতে।

আজও প্রবলভাবে ঘুরে দাঁড়াতে চান সাকিব আল হাসান। বলেন, এর আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি এবং ওভারকাম করতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি আমাদের মধ্যে সেই সামর্থ্য আছে। আর মাশরাফি বিন মর্তুজা বলেছেন, এখনও ফাইনাল খেলা সম্ভব।

অন্যদিকে, হঠাৎ করে দলে যোগ দিয়েছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। গতকাল রাতে দুবাইয়ে পৌঁছে আজই তারা ম্যাচ খেলার মত অবস্থায় কি-না প্রশ্নটা ঘুরপাঁক খাচ্ছে। তাদের হঠাৎ উড়িয়ে আনায় মাশরাফির মত বিস্মিত সাকিবও। বলেন, একটু অস্বাভাবিক। কারণ এমনটা সাধারণত হয় না। তবে দলের প্রয়োজনে যে কোনও সিদ্ধান্তই হতেই পারে বলে জানান সাকিব।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি