ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ১২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে তারা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচ ১-১ ড্র থাকে। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শেষ হাসি হাসল কার্লো আনচেলত্তির দল।

বুধবার রাতে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন করিম করিম বেনজেমা। 

প্রথমার্ধের যোগ করা সময়ে কাভানির শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। ফলে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে প্রথম আক্রমণেই সফলতা পায় ভ্যালেন্সিয়া। ৪৬ মিনিটে টনি লাতোর বাড়ানো বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান স্যমুয়েল লিনো। 

বাকি সময়ে ভালোকিছু সুযোগ তৈরি করে দু’দল। তবে কোনো গোল না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই লক্ষ্যভেদ করতে পারেনি কেউই। 

ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। থিবো কর্তোয়ার দৃঢ়তায় সেখানে শেষ হাসি হাসল রিয়াল মাদ্রিদ।

টাইব্রেকারের শুরুর চার শটে রিয়ালের হয়ে জালের দেখা পান অধিনায়ক বেনজেমা, লুকা মদ্রিচ, টনি ক্রুস ও বদলি নামা ফরোয়ার্ড মার্কো আসেনসিও।

ভালেন্সিয়ার হয়ে এদিনসন কাভানি, ইলাইশ মোরিবা ও হুগো গিয়ামোন জালের দেখা পান। ইরে জোমের্ত মারেন উড়িয়ে আর হোসে গায়া শেষ সুযোগ নষ্ট করেন কর্তোয়ার গায়ে মেরে।

বার্সেলোনা ও রিয়াল বেতিসের মধ্যে আজ দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি