ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফার্গুসনকে পাশে চান সলশেয়ার

প্রকাশিত : ১০:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রাক্তন গুরু স্যার আলেক্স ফার্গুসনকে পাশে চান ওলে গানার সলশেয়ার। বিশেষ করে, আগামীকাল রোববার লিভারপুলের বিরুদ্ধে ম্যাচের আগে। ম্যানইউ ম্যানেজার বলেন, ‘উনি আমাদের অনুশীলনে এলে খুব খুশি হব। স্যর জানেন লিভারপুলের মতো দলকে কীভাবে হারানো সম্ভব। আমি চাই উনি এসে ফুটবলারদের সেটাই বুঝিয়ে দিয়ে যান।

আগামীকাল রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ বনাম লিভারপুল লড়াই। যা প্রিমিয়ার লিগে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। শুধু এই দুই যুযুধান ক্লাবের কাছে নয়। ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকবে ম্যানসিটিও। টেবলে ম্যানসিটি আর লিভাপুলের পয়েন্ট সমান (৬৫)। লিভারপুল অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। সেখানে ম্যানইউয়ের (৫১ পয়েন্ট) লক্ষ্য যে কোনওভাবে প্রথম চারে লিগ শেষ করা। তা ছাড়া ম্যানইউ রোববার জিতলে সুবিধা হবে টটেনহ্যামেরও (৬০ পয়েন্ট)।

ফার্গুসন ম্যানেজার থাকার সময়ে ম্যানইউ বহু বার লিভারপুলকে হারিয়েছে। তার বেশ কিছু ম্যাচে সলশেয়ারও খেলেছিলেন। ম্যানইউ ম্যানেজার বলেছেন, ‘হ্যাঁ, ওর সময়ে কিছু ম্যাচ লিভারপুলের বিরুদ্ধে আমিও খেলেছি। তাই এই ম্যাচের গুরুত্বটা ভাল বুঝি। এখন আমাদের একটাই কাজ। রোববার মাঠে নেমে ৯০ মিনিট নিজেদের মনঃসংযোগ ধরে রাখা।’ সঙ্গে যোগ করেছেন, ‘শুধু আবেগ দিয়ে এই ধরনের লড়াই জেতা যায় না। আসল কথা, সেরা খেলাটা খেলে ম্যাচে নিয়ন্ত্রণ হাতে রাখা।’

এই ম্যাচ তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ জানতে চাওয়া হলে সলশেয়ারের জবাব, ‘ঠিক ততটাই, যতটা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) ম্যাচটা ছিল। ফ্রান্সের ক্লাবের বিরুদ্ধে আমরা যা খেলেছি, তার থেকে অনেক ভাল খেললেই একমাত্র লিভারপুলের মতো দলকে হারানো সম্ভব।’

সলশেয়ারের আরও মন্তব্য, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে ম্যানইউকে এই ধরনের ম্যাচে সব সময়ই আন্ডারডগ ধরা হয়েছে। এখন ছবিটা অন্য রকম। সবাই বুঝে গেছে, যে কোনও ভাল ক্লাবের সঙ্গে আমাদের পাল্লা দেওয়ার ক্ষমতা আছে। এখন অন্তত আমাদের কেউ আন্ডারডগ বলছে না। তবে এই ধরনের ম্যাচর ভাগ্য গড়ে দেয় খুব ছোটখাটো ভুল। পিএসজি-র বিরুদ্ধে যে কারণে আমরা ভুগেছি।’

পাশাপাশি লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ মনে করছেন, পল পোগবা দারুণভাবে ফর্মে ফেরায় ম্যানইউয়ের খেলা অনেক তীক্ষ্ণ হয়েছে। ‘হঠাৎই যেন পুরনো পোগবাকে দেখছি। আন্দের এরেরাও দারুণ ছন্দে আছে। তার উপর সলশেয়ারের দলের দায়িত্ব নেওয়ায় অতীতের যাবতীয় সমস্যার সমাধান যেন করে ফেলেছে ম্যানইউ,’ বলেছেন ক্লপ। সঙ্গে যোগ করেছেন, ‘সব চেয়ে বড় কথা, আত্মবিশ্বাসটা ওরা ফিরে পেয়েছে। এই একটা জিনিসই যে কোনও ক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।’  

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি