ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফার্নান্দেসকে পেতে ১০৬ মিলিয়নের প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে পেতে বেনফিকাকে ১০৬ মিলিয়নের প্রস্তাব দিয়েছে চেলসি।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে আসেন আর্জেন্টাইন মিডফিল্ডার। তাকে দলে ভেড়াতে রেকর্ড অর্থের প্রস্তাব দিচ্ছে নামীদামী দলগুলো। 

নিলামের মতো দাম উঠতে শুরু করেছে তার। 

প্রথমে আগ্রহ প্রকাশ করে লিভারপুল। তারপর রিয়াল মাদ্রিদ। এরপর ঢুকে পরে ফরাসি জায়ান্ট পিএসজি। 

শেষ পর্যন্ত রিয়াল পিছু হটলেও ফার্নান্দেসকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে লিভারপুল ও পিএসজি। এর মাঝেই ১০৬ মিলিয়ন বিনিময়ে এই মিডফিল্ডারকে পেতে রীতিমত যুদ্ধে নেমেছে ইংলিশ জায়ান্ট চেলসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি