ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ফায়ার কর্মিকে চাপা দেওয়া ট্রাকচালক যেভাবে ধরা পড়লেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে বুধবার রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট। এ সময় ফায়ারের এক কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক।

বুধবার মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত ওই ফায়ার ফাইটারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

কিন্তু আহত ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়নকে বাঁচানো যায়নি। তবে ফায়ার ফাইটারকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকচালক শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে।

শিক্ষার্থীরা জানান, ফায়ার কর্মীকে চাপা দিয়ে ট্রাকের গতি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল চালক। গণপূর্ত ভবনের সামনে শিক্ষার্থীরা ব্যারিকেড দিলে চালক ট্রাক থামাতে বাধ্য হন। এরপরে তাকে ট্রাক থেকে নামিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। 
এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার দাঁড়িয়ে পানির পাইপ সচিবালয়ের ভেতরে নিয়ে যাওয়ার কাজ যখন করছিলেন, তখন একটি ট্রাক এসে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ওই কর্মী গুরুতর আহত হন।

নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। 

এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি