ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ফায়ার ফাইটারদের দিক নির্দেশনা দেয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে’

আহম্মদ বাবু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ৭ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি থাকলেও যারা আগুন নেভানোর কাজে সরাসরি অংশ নেন সেইসব ফায়ার ফাইটারদের দিক নির্দেশনা দেয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সাবেক কর্মকর্তারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কার্যকর নগর ব্যবস্থাপনায় কোনো চাপে নতি স্বীকার না করে নিতে হবে পরিকল্পনা।  

আগুন পুড়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পদ। ঘটছে প্রাণহানী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছের পরও অনেক ক্ষেত্রে এড়ানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি। 

আধুনিক যন্ত্রপাতি থাকার পরও কেন বঙ্গবাজারের আগুন কেন নিয়ন্ত্রণ করা গেল না- প্রশ্ন ছিল ফায়ার সার্ভিসের সাবেক এই কর্মকতার কাছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাবেক উপ পরিচালক সেলিম নেওয়াজ ভূইয়া বলেন, "ফার্স্ট এটেন্ডিং অফিসার দেখেশুনে যে ডিসিশন দিবে সে অনুযায়ী ফায়ার ফাইটাররা কাজ শুরু করবে। কিন্তু ইদানিং ফর্স্ট এটেন্ডিং অফিসার বা অফিসার কিন্তু ভিতরে নাই।"

"আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ওপর চড়াও হয়ে যে কাজটা করেছে সেটা জাতি হিসাবে আমাদের লজ্জা।" বলেন তিনি। 

আগুনে বড় ধরণের ক্ষতির জন্য কার্যকর পরিকল্পনার অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। 

বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক  মু. মোসলেহ উদ্দীন হাসান বলেন  "টেকসই পরিকল্পনা প্রয়োজন। যে পরিকল্পনাই হোন না কেনো সেটা আগুন নির্বাপনের হোক, বসবাসযোগ্যতা বৃদ্ধির জন্য হোক।" 

রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ অনুযায়ী স্থাপনা নির্মান, ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের রাস্তা আর জলাধার সংরক্ষনসহ ফায়ার হাইড্রেন্ট স্থাপন জরুরী বলেও মত তার।

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি