ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৪:২৪, ১৮ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এর ২ দিন ব্যাপী ১১ তম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন বিএসপিএমআরকন'২০২২ , ১৪ ও ১৫ই ডিসেম্বর ২০২২, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর  সভাপতি ডা. মোস্তফা জামাল মহিউদ্দিন , স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য-শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আমিরুল মোর্শেদ এবং বিএমএ এর  সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক চৌধুরী। 

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এর সভাপতি অধ্যাপক ডা. কামরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিচালক এম আই এস অধ্যাপক ডা. মো শাহাদাত হোসেন উক্ত সম্মেলনে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ও সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন।  

সম্মেলনে দেশ বিদেশের প্রথিতযশা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞগণ (ফিজিয়াট্রিস্ট) অংশগ্রহণ করেন, সম্মেলনে ৮০ টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়। দেশের মানুষের চিকিৎসা সেবার মান উন্নত করণে এবং পূনর্বাসন চিকিৎসায় ফিজিয়াট্রিস্টগণ অগ্রণী ভূমিকা পালন করবেন  বলে সম্মেলনে বক্তারা আশা ব্যক্ত করেন। 
পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ কে এম সালেক সম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল দেশী বিদেশী  ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি