ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফিফার বর্ষসেরার তালিকায় নেই নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ২৫ জুলাই ২০১৮

সম্প্রতি শেষ হয়েছে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ রাশিয়া বিশ্বকাপ। আর এক বিশ্বকাপেই নিজেদের জাত চিনিয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। অন্ধকার থেকে ছায়াবৃত্ত পেরিয়ে পাদপ্রদীপের আলোয় ঠাঁই করে নেওয়া এসব ফুটবলার আছেন আলোচনার শীর্ষে। এ কাতারে শীর্ষে আছেন ফ্রান্সের তরুণ তুর্কী কিলিয়ান এমবাপ্পে। এ ছাড়াও রয়েছেন অভিজ্ঞ অনেক ফুটবলার।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ এর জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে স্থান পেয়েছেন ১০ জন ফুটবলার। ফিফা ওয়েবসাইটে এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।

বরাবরের মত এই তালিকায় স্থান পেয়েছেন ফিফার পাঁচবারের বর্ষসেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। তবে এই তালিকায় নাম নেই ব্রাজিল সুপারস্টার নেইমারের।

গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন মেসি। পুরো মৌসুমে ৩৪ গোল করে স্পেনের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ও ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুট জিতেছেন তিনি। অপরদিকে রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপশি বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেছেন পর্তুগাল তারকা রোনালদো। কিন্তু সেই তুলনায় পিছিয়ে নেইমার। কারণ পিএসজিতে গত ফেব্রুয়ারিতে চোট পেয়ে পুরো মৌসুমে আর খেলার সুযোগ পাননি তিনি।

ফিফার করা শর্টলিস্টে জায়গা করে নেওয়া ফুটবলাররা হলেন-

১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো: জুভেন্টাস, পর্তুগাল

২. কেভিন ডি ব্রুইন: ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম

৩. অ্যান্তনিও গ্রিজম্যান: অ্যাথলেটিকো মাদ্রিদ, ফ্রান্স

৪. এডন হাজার্ড: চেলসি, বেলজিয়াম

৫. হ্যারি কেইন: টটেনহাম, ইংল্যান্ড

৬.কিলিয়ান এমবাপ্পে: পেরিস-সেইন্ট জার্মেই, ফ্রান্স

৭. লিওলেন মেসি: বার্সালোনা, আর্জেন্টিনা

৮. লুকা মদ্রিচ: রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া

৯. মুহাম্মদ সালাহ: লিভারপুল, মিশর

১০. রাফায়েল ভারনে: রিয়াল মাদ্রিদ, ফ্রান্স

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি