ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফিফার বর্ষসেরা ফুটবলারের শর্ট লিস্টে আছেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২৫ জুলাই ২০১৮

কদিন আগেই শেষ হয়েছে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ রাশিয়া বিশ্বকাপ। আর এক বিশ্বকাপেই নিজেদের জাত চিনিয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। অন্ধকার থেকে ছায়াবৃত্ত পেরিয়ে পাদপ্রদীপের আলোয় ঠাঁই করে নেওয়া এসব ফুটবলার আছেন আলোচনার শীর্ষে। এ কাতারে শীর্ষে আছেন ফ্রান্সের তরুণ তুর্কী কিলিয়ান এমবাপ্পে। এ ছাড়াও রয়েছেন অভিজ্ঞ সব ফুটবলাররা। ফিফার করা শর্টলিস্টে জায়গা করে নেওয়া ফুটবলাররা হলেন-

১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো: জুভেন্টাস, পর্তুগাল
২. কেভিন ডি ব্রুইন: ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম
৩. অ্যান্তনিও গ্রিজম্যান: অ্যাথলেটিকো মাদ্রিদ, ফ্রান্স
৪. এডন হাজার্ড: চেলসি, বেলজিয়াম
৫. হ্যারি কেইন: টটেনহাম, ইংল্যান্ড
৬.কিলিয়ান এমবাপ্পে: পেরিস-সেইন্ট জার্মেই, ফ্রান্স
৭. লিওলেন মেসি: বার্সালোনা, আর্জেন্টিনা
৮. লুকা মদ্রিচ: রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া
৯. মুহাম্মদ সালাহ: লিভারপুল, মিশর
১০. রাফায়েল ভারনে: রিয়াল মাদ্রিদ, ফ্রান্স

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি