ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৩

ফিফা ২০২২ বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের কোচ লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। 

স্কালোনির অধীনে লিওনেল মেসির উজ্জীবিত আর্জেন্টিনা দুর্দান্ত দাপটের সাথেই কাতারে বিশ্বকাপ শিরোপা জয় করে। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লা লিগার শিরোপা পাইয়ে দিতে কার্লো আনচেলত্তি অবদান ছিল সর্বাগ্রে। 

এদিকে নারীদের বিভাগে বর্ষসেরা কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন লিঁওর চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী কোচ সোনিয়া বোমপাস্তোর, ব্রাজিলের পিয়া সানডাগে ও ইংল্যান্ডের ইউরো ২০২২ বিজয়ী সারিনা ওয়েইগম্যান। 

২০২১ সালে এই দুই ক্যাটাগরিতে সেরা মনোনীত হয়েছিলেন চেলসির থমাস টাচেল ও চেলসির নারী কোচ এমা হায়েস। আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে ঘোষনা করা হবে গত বছরের বর্ষসেরা কোচের নাম।

ফিফার প্রতিটি সদস্য দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটে সেরা মনোনীত হয়। ভক্তরাও ইন্টারনেট ভোটের মাধ্যমে সেরাদের বেছে নেবার অধিকার রাখে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি