ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফিফা র‌্যাঙ্কিংয়ে পেছাল মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশের নারী ফুটবল দল। 

আজ (৬ মার্চ) প্রকাশিত তালিকায় সাবিনা-ঋতুপর্ণারা এক ধাপ পিছিয়ে ১৩৩ নম্বরে অবস্থান করছে।

এর আগে, টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাত ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। তবে নতুন কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহে অনুশীলন বয়কট করেন ১৮ ফুটবলার। তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুটি ম্যাচই ৩-১ ব্যবধানে হারার প্রভাব পড়েছে নতুন র‌্যাঙ্কিংয়ে। 

এদিকে, ফিফা র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। স্পেন দ্বিতীয়, জার্মানি তৃতীয়, আর চার নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে ফ্রান্স। তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে জাপান।

ব্রাজিল এক ধাপ পিছিয়ে এখন ৮ নম্বরে অবস্থান করছে। আর্জেন্টিনার নারী দল এখনো বড় শক্তি হয়ে ওঠেনি, তারা রয়েছে ৩৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ভারত, তারা আছে ৬৯ নম্বরে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি