ফিরছেন সৌমিত্র!
প্রকাশিত : ১৬:০৬, ২০ মার্চ ২০২২
বহুমাত্রিক প্রতিভার অধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশাল কর্মময় জীবন তার। পরান বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন তাকে, লিলি চক্রবর্তী হয়তো সেভাবে নয়। কৌশিক সেনের কাছে তিনি আদর্শ শিক্ষক, যার কাছে অভিনয়ের অ আ ক খ শেখা।
মমতাশঙ্কর জানতেনই না, ‘প্রেম মোদিত মানস কহ রাম রাম রাম’ গানটি সৌমিত্র জানতেন।
আর এবার কিংবদন্তি অভিনেতার এই অচেনা দিকগুলোকে যত্ন করে ক্যামেরাবন্দি করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই অজানা সৌমিত্রকেই বাংলা নববর্ষের উপহার হিসেবে আনতে যাচ্ছেন তিনি।
‘অভিযান’ ছবিতে ভাগ করে নেওয়া ঝলকে টুকরো কোলাজে নানা চরিত্রে ধরা দিয়েছেন প্রয়াত সৌমিত্র। কিংবদন্তি অভিনেতা কখনও সুপুরুষ লাল পাঞ্জাবিতে, কখনও বা কালো ছাপা শার্টে ঝলমলে। পরান বন্দ্যোপাধ্যায়ের চোখে যিনি আদ্যোপান্ত বাঙালি- মননে, শিক্ষায়, কথনে, শিল্পবোধে, সংস্কৃতিতে।
‘অভিযান’-এর প্রচার ঝলক মুক্তি পেয়েছিল এক বছর আগে। কোভিডের কারণে মুক্তির দিন পিছিয়েছে। তখন থেকেই দর্শকদের অপেক্ষা শুরু। সৌমিত্রর পাশাপাশি তার অল্পবয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দাম, সোহিনী সেনগুপ্ত।
পরিচালক বরাবরই চেয়েছেন, বাণিজ্যিক ছবি নয়, তার এই অভিযান আবিষ্কার করুক সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেসব দিক, যা কেউ কোনওদিন ছুঁয়ে দেখেনি।
পরিচালক-অভিনেতা-প্রযোজকের কথায় স্পষ্ট, “এই মানুষটাকে চেনা, জানা।” তখনই হাসতে হাসতে উত্তর দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা, “সহজ নয়।”
সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম