ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফিরলেন যাদবও, ভারতের স্কোর ৯৩/৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ৪ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২০:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২২

সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টস হারল ভারত। টস জিতে পাক দলনায়ক বাবর আজম শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে। তবে দুবাইয়ে এদিন আগে ব্যাট করতে নেমেই ঝড় তোলে রোহিতের দল।

লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা। বোলিং শুরু করেন নাসিম শাহ। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রাহুল। চতুর্থ বলে স্টেপ-আউট করে চার মারেন রোহিত। আর শেষ বলে পুল শটে বলকে গ্যালারিতে ফেলেন হিটম্যান। 

ফলে প্রথম ওভারেই ১১ রান তুলে আগ্রাসী শুরু করে ভারত। এরপর হাসনাইনের করা দ্বিতীয় ওভারে রোহিতের একটি চারে ৯ রান তুললেও নাসিমের করা তৃতীয় ওভারে আরো ২টি ছক্কাসহ ১৪ রান তোলেন দুই ওপেনার। চতুর্থ ওভারেও চার-ছয়ের মারে আরো ১৪ রান তোলে ভারত। পরের ওভারে ৮ রান নিয়ে পঞ্চম ওভারেই দলীয় স্কোর পঞ্চাশ পার করেন দুজনে।

তবে ষষ্ঠ ওভারের প্রথম বলেই সাজঘরে হিটম্যানকে সাজঘরে ফেরান হারিস রউফ। যার ফলে দলীয় ৫৪ রানেই থেমে যায় রোহিতঝড়। ফেরার আগে ১৬ বলে ২৮ রান আসে রোহিতের ব্যাট থেকে। তিনটি চার ও দুই ছক্কায় ওই ইনিংস খেলেন ভারত অধিনায়ক।

রোহিত ফিরতেই সাজঘরের পথ ধরেন রাহুলও। তাকে ক্যাচ আউট করেন শাদাব খান। ফেরার আগে ২০ বলে এক চার ও দুই ছয়ে সমান ২৮ রান করেন রাহুলও। এরপর কোহলির সঙ্গে মিলে ২১ বলে ২৯ রান তুলেই বিদায় নেন মারকুটে সূর্যকুমার যাদব। করেন ১০ বলে ১৩ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৩ রান। বিরাট কোহলি ১৮ রানে এবং ঋষভ পণ্ট ১ রানে ক্রিজে আছেন।

এদিন, আর মাত্র ৩টি ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট কোহলি।

এদিকে, দাহানি ছিটকে পড়ায় পাকিস্তান একাদশে সুযোগ পেলেন মোহাম্মদ হাসনাইন। আজ ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে এই একটিমাত্র পরিবর্তন নিয়েই মাঠে নামছে পাকিস্তান।

অন্যদিকে, রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ায় ভারতকে একাদশে রদবদল এসেছে তিনটি। হংকংয়ের বিপক্ষে না খেলা হার্দিক পান্ডিয়া একাদশে ফিরলেন এদিন। এছাড়া দীনেশ কার্তিক ও আভেশ খানকে বসিয়ে বাড়তি স্পিনার হিসেবে রবি বিষ্ণোই ও দীপক হুডাকে খেলাচ্ছে টিম ইন্ডিয়া।

ভারত একাদশ:
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ট (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (ক্যাপ্টেন), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি