ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ফিরেই ইতালিকে জয় উপহার বালাতেল্লির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২৯ মে ২০১৮

চার বছর পর জাতীয় দলে ফিরেই গোল পেয়েছেন ইতালির হার্টথ্রব স্ট্রাইকার আন্দ্রে বালাতেল্লি। আর তার হাত ধরেই সৌদি-আরবের সঙ্গে ২-১ গোলে জয় পেয়েছে মানচিনির শিষ্যরা।

বাজে পারফরমেন্সের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইতালির জন্য সুখবর হলো বালাতেল্লির ফেরার ম্যাচে বিশ্বকাপে অংশগ্রহণকারী দল সৌদি-আরবের বিপক্ষে জয়। সাবেক ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল তারকা বালাতেল্লির আগমনী ম্যাচটাই হয়ে উঠলো ইতালির ফেরার ম্যাচ।

গত মাসেই ইতালির প্রধান হিসেবে নিযুক্ত হন মানচিনি। ২০১২ সালে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে মানচিনি গত মাসেই ইতালির দায়িত্ব নেন। বিশ্বকাপে ইতালিকে তুলতে ব্যর্থ হওয়ায় দেশটির সাবেক কোচ জিয়ান পিয়েরু ভেনচুরা গতমাসে পদত্যাগ করলে মানচিনিকে নিয়োগ দেয় ইতালির ফুটবল ফেডারেশন।

২০১৪ বিশ্বকাপের পর থেকে ইতালি দলে জায়গা হয়নি আন্দ্রে বালাতেল্লির (২৭)। এদিকে মানচিনি আসার পরই দলে জায়গা পেয়েছেন বালাতেল্লি। ইতালির মূল ভরসা ও সাবেক জুভেন্টাস গোল কিপার জিয়ানলুইজি বুফন অবসর গ্রহণের পর এটাই ইতালির প্রথম কোনো ম্যাচ।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি