ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ফিরে আসলেন, দেখলেন, জয় করলেন

ড. রাশিদ আসকারী

প্রকাশিত : ০৯:০৪, ৮ অক্টোবর ২০২০

ভেনি, ভিডি, ভিসি (veni, vidi, vici) একটি ল্যাটিন শব্দবন্ধ যার অর্থ: I came; I saw; I conquered. বঙ্গার্থ: আসলাম, দেখলাম, জয় করলাম। রোমান সম্রাট জুলিয়াস সিজার পন্টাসের দ্বিতীয় ফার্নাসেসের বিরুদ্ধে জেলার যুদ্ধে সহজ জয় লাভের পর খৃষ্টপূর্ব ৪৭ অব্দে রোমান সিনেটকে লেখা এক পত্রে শব্দগুলো ব্যবহার করেন। সিজার পরাক্রমশালী দ্বিগ্মীজয়ী  নৃপতি ছিলেন। সহজেই পররাষ্ট্র জয় করে পরমানন্দ লাভ করছেন। কিন্তু স্বরাষ্ট্র জয় করার প্রয়োজনীয়তা এবং তার আনন্দ উপভোগের অভিজ্ঞতা তার তেমনটি হয়তো ছিলোনা- থাকলে- ‘ ভেনি’-এর স্থলে রিভেনিও (Revenio) অথাৎ ল্যাটিন ভাষায় ‘ফিরে আসলাম’ শব্দটি স্থান পেতো।

‘ফিরে আসলেন, দেখলেন, জয় করলেন’কথাগুলো বাংলাদেশের ইতিহাসে যার ওপর সর্বাধিক প্রযোজ্য, তাঁর নাম শেখ হাসিনা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঔরসজাত সন্তান হয়েও তাঁকে দেশ ছেড়ে সেচ্ছা-নির্বাসনে যেতে হয়েছিল ভিনদেশে। চেনা পৃথিবী হঠাৎ করে অচেনা হয়ে উঠেছিলো তাঁর কাছে। চিরচেনা মানুষগুলো কেমন জানি মুখ ফিরিয়ে নিয়েছিলো নিরাপদ দূরুত্বে, হয়তোবা বিপদের গন্ধ আঁচ করে। সেই চরম প্রতিকূল অবস্থা থেকে দেশ ও মাতৃকাকে পুনরুদ্ধারের প্রয়োজনে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন প্রায় অর্ধযুগ পরে ১৯৮১ সালের ১৭ মে’র এক চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে। মেঘাচ্ছন্ন আকাশ, বিরামহীণ বর্ষণ আর মুহুর্মৃুহু বজ্রপাত শেখ হাসিনাকে যেনো বোঝাতে চেয়েছিলো পঁচাত্তর পরবর্তী বঙ্গবন্ধুহীন বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যাকাশের অমানিষার কথা। সেইদিন সেই দূর্গতিনাশিনীর সাড়ম্বর আবির্ভাবে বাংলাদেশের রাজনীতির বন্ধ বাতায়ন যেনো খুলে যায়। গদিনসীন জেনারেল অবশ্য তাঁর আগমন বন্ধ করার নানান ফন্দি ফিকির করেছিলেন। কিন্তু দেশ এবং জনগনের প্রবল আকর্ষণের কাছে আর সবকিছু যেন গৌণ হয়ে দাঁড়ায়।

শেখ হাসিনা ফিরে আসলেন। স্বচক্ষে দেখলেন পঁচাত্তরের পনেরই আগস্টের পর সম্পূর্ণ পাল্টে যাওয়া এক অদ্ভুত বাংলাদেশ। যেখানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের পুরস্কৃত করা হয়েছে। দেশ-বিদেশে উচ্চপদে আসীন করা হয়েছে। রাষ্ট্রপতির ফরমান জারি করে খোদ জাতির পিতার খুনের বিচার নিষিদ্ধ করা হয়েছে। অসম্প্রদায়িক বাংলাদেশের শ্রাদ্ধ করে একেবারে রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়া হয়েছে। 

জাতীয়তাবাদকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে নির্বাসনে পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শতশত সেনা কর্মকর্তাদের নির্বিচারে হত্যাকরে এক প্রতিক্রিয়াশীল তাবেদার সামরিক বুহ্য গড়ে তোলা হয়েছে।আর রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে সেনা ছাউনিতে বসে নতুন দল গড়ে দুর্বৃত্তায়নের রাজনীতির জন্ম দেয়া হয়েছে। সুবিধেবাদী আমলা, বিভ্রান্ত রাজনীতিবিদ এবং ভ্রষ্ট সামরিক কর্মকর্তাদের নিয়ে মুক্তিযুদ্ধের অসম্প্রদায়িক চেতনা-বিরোধী যে রাজনীতির খেলায় মেতেছিলেন তৎকালিন সামরিক শাসকেরা- শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন না হলে হয়তো ততো দিনে পাকিস্তানের এক ক্লোন করা হতো মুক্তিযুদ্ধের বাংলাদেশকে। তাই শেখ হাসিনার সময়োপযোগী সাহসী স্বদেশ প্রত্যাবর্তনকে একজন ব্যক্তির দেশে ফিরে আসার মতো মামুলী ঘটনা হিসেবে মূল্যায়ন করা ঠিক হবে না। একটি যেনো বাংলাদেশের ঘরে ফেরা। পঁচাত্তরের ১৫ আগস্টের ম্যাসাকারে বস্তুত বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশকেই হত্যা করা হয়েছিলো।

সেদিন নিহত বাংলাদেশের একাংশ দৈবক্রমে বেঁচে ছিলোবঙ্গবন্ধুর রক্ত ও রাজনীতির উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার মাঝে। সেই নির্বাসিত বাংলাদেশই যেনো ফিরে আসে স্বদেশে শেখ হাসিনার সাথে। শেখ হাসিনার দেখা শেষ হয় না। নব্বুয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিভাবে কৌশলে মসনদে বসে থাকে- প্রতিক্রিয়াশীল মৌলবাদী শক্তিরকাঁধে চড়ে সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে, তা দেখেও নিরুৎসাহিত হননি হাসিনা। অবশেষে অনেক পরে, অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে একসময় শেখ হাসিনার হাত ধরেই নতুন বিজয় আসে মুক্তিযুদ্ধের বাংলাদেশের। 

দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় আসে বঙ্গবন্ধুর রাজনীতি, একাত্তরের গণমানুষের রাজনীতি। প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ফিরে আসলেন, দেখলেন এবং জয় করলেন। কিন্তু সেই জয়সিজারের জেলার যুদ্ধে জয়ের মতো অতো সহজ ছিলো না। দেশের ভেতর-বাহিরের, দলের ভেতর-বাহিরের অসংখ্য সঙ্কট মোকাবেলা করে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন ক্রমাগত অনন্য উচ্চতায়। হেনরী কিসিঞ্জারের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ এখন স্যাটেলাইটযুগের মানচিত্রে জায়গা করে নেয়া এক গর্বিত দেশ। বিশ্বব্যাংকের অসহযোগিতাকে অগ্রাহ্য করে নিজ সামর্থে পদ্মা সেতুর মতো একটি স্টেট অব দ্য আর্ট স্থাপত্য গড়ে তোলার যোগ্যতাসম্পন্ন এক স্বাবলম্বী জাতি। আর এসবের পেছনে ছায়া হয়ে মিশে আছে একজনের অনিশেষ দায়বোধ এবং অপরিসীম দক্ষতা। দুর্মর দেশপ্রেম এবং বলিষ্ঠ নেতৃত্ব। তিনি আর কেউ নন, স্বয়ং শেখ হাসিনা। 

জরিপকারীরা ভুল বলেনি “ শেখ হাসিনা তার দলের চাইতেও অধিক জনপ্রিয়। অনেক দুর্নীতিগ্রস্ত, সুবিধেভোগী ভণ্ড কপট নেতাকর্মিদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে নিয়েও অনেক সময় সমালোচনার ঝড় ওঠে। অনেকে অনিশ্চয়তায় ভোগেন এই দলের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু কাউকে কখোনো জননেত্রী শেখ হাসিনার ওপর ক্ষনিকের তরেও আস্থা হারাতে দেখিনা। দিনের চব্বিশ ঘন্টার সিংহভাগ সময় যার কাটে দেশের ভাবনায় ও কাজে- তাঁর ওপর আস্থা হারানো কঠিন।

বাংলাদেশের ইতিহাসে দুটো স্বদেশ প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ। একটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং দ্বিতীয়টি যোগ্য পিতার যোগ্য তনয়া শেখ হাসিনার। প্রথমটি ঘটেছিলো ১৯৭২ সালের ১০ জানুয়ারী যখন ৭৫ মিলিয়ন মানুষের অবিসংবদিত নেতা দীর্ঘ নয় মাস করাভোগের পর পাকিস্তানের মিয়াঁওয়ালি কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশের মাটিতে পা ফেলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দৃশ্য স্বচক্ষে দেখা নিউ ইয়র্ক টাইমের সাংবাদিক ফক্স বাটারফিল্ড ঐ দৃশ্যের এক অসাধারণ আকর্ষনীয় বর্ণনা দেন। 

তাঁর বিশেষ প্রতিবেদনটির শিরোনাম ছিলো: “Sheikh Mujib Home; 500,000 Give Him Rousing Welcome”. ফক্সের ভাষায় “Sheikh Mujibur Rahman received a tumultuous, triumphant welcome today from a crowd of half a million Bengalis as he returned to his native land for the fast time since he was arrested nine months ago by the Pakistani authorities... the exultant crowd showered Sheikh Mujib with flowers and chanted “ Joi Bangla” as their leader stepped from the British Royal Air Force Comet jet that had brought him from New Delhi. Sheikh was... looking tired but elated by his reception (and) later said at an enormous rally at Dhaka Race Cource: “My life’s goal had been fulfilled. My Bengal is independent”. সুঠামদেহী মুজিবের সুন্দর শারিরিক কাঠামোর বর্ণনা দিতে গিয়ে বিদেশী সাংবাদিক বলেন: “The 51-year old Sheikh Mujib, who is tall for a Bengali and has a thick moustache and heavy shock and greying hair... was wearing a black suit with a high buttoned collar.”

এদিকে ১৯৮১ সালের মে মাসে দিল্লী থেকে কলকাতা হয়ে ঢাকায় অবতরন করেন শেখ হাসিনা। বিমান বন্দর থেকে সরাসরি তাঁর জন্য আয়োজিত মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশে যোগদান করেন। বিশাল জনসমাবেশে আবেগভরা কন্ঠে বলেন, “ আমি বাংলাদেশের মানুষের পাশে থাকতে এসেছি। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি আওয়ামী লীগের নেতা হতে আসেনি। আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, যেবঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে।” বিশাল জনসমুদ্রে পিনপতন নিস্তব্দতা বিরাজ করছিলো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেই প্রথম জিয়া শাসিত বাংলাদেশে ‘জয় বাংলা’ শ্লোগান ধ্বনিত হয়। ৩০ মিনিটের ভাষণে শেখ হাসিনা বঙ্গবন্ধুসহ চার জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিচার করার প্রতিজ্ঞা করেন। ভারী বর্ষণ, বজ্রপাত অগ্রাহ্য করে অসংখ্য জনতার সাথে তিনি পিতৃগৃহ ধানমন্ডি ৩২-এ যান। সেখানে তখনো বঙ্গবন্ধুর রক্তের দাগ লেগে ছিলো। কিন্তু আদিষ্ট নিরাপত্তাকর্মিরা তাঁকে নিজ গৃহের ভেতরে ঢুকতে দেয়া তো দূরের কথা বাইরে বসে প্রিয়জনদের আত্মার শান্তি কামনা করতেও দেয়নি।

সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেখ হাসিনার পাথেয় হিসেবে কাজ করেছে। ক্ষমতায় এসে তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করেছেন। যুদ্ধাপরাধিদের বিচার করেছেন। কালো আইন বাতিল করেছেন। জঙ্গি দমনে অভূতপূর্ব সাফল্য এনেছেন। আর রাতদিন কাজ করে চলেছেন দেশের উন্নয়নের মুকুটে নতুন নতুন পালক যুক্ত করতে। 'তলাবিহীন ঝুড়ি'র অপবাদ ঘুচিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন আর শুধু বাংলাদেশেরই নয়, পুরো প্রাচ্যের বিস্ময় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি আমরা নিজেরা দিইনি। খোদ মার্কিন বহুজাতিক ব্যাংকিং ফার্ম গোল্ডম্যান ম্যাচ যারা বৈশ্বিক বিনিয়োগ ব্যাংকিং বিনিয়োগ ব্যবস্থাপনা ও নিরাপত্তাসহ অন্যান্য আর্থিক সেবা নিয়ে কাজ করছে, তারাই বাংলাদেশের সমকালীন অর্থনীতিকে একেবারে 'প্রাচ্যের আলোচিত' বলে দাবি করেছেন (The Miracle of East)। তাদের এই দাবি নিছক ছেলেমানুষী নয়। 

ক্ষুধা-দারিদ্র্য-মঙ্গাপীড়িত বাংলাদেশ আজ এক উদীয়মান অপ্রতিরোধ্য ব্যাঘ্র। বিশ্ব অর্থনৈতিক মন্দা, শেয়ারবাজার ধস, সন্ত্রাস, জঙ্গিবাদ কোনো কিছুই বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারেনি। শেখ হাসিনা তার অনুপম ব্যক্তিত্ব, গতিশীল চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা, মেধা ও ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে নিজ দলে নিজেকে বিকল্পহীন হিসেবে এবং দেশে ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ চল্লশি  বছর ধরে নিজের দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়ে এসে আবারো তিনি নবমবারের মতো নেতা নির্বাচিত হয়েছেন। বিগত কাউন্সিলে একদিকে যেমন তাঁর দলের নেতাকর্মীরা তাকে আমৃত্যু পার্টিপ্রধান হিসেবে কাজ করে যাওয়ার ম্যান্ডেট দিয়েছে, তেমনি বহির্দেশীয় অতিথিরাও তার আন্তর্জাতিক গুরুত্বের কথা নানাভাবে প্রকাশ করেছেন।

জননেত্রী শেখ হাসিনা ক্রমাগত প্রমাণ করে চলেছেন, তিনি কেবল তার দলের জন্যই নয়, তিনি তার দেশের জন্যও এক অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। বঙ্গবন্ধু যেমন আওয়ামী লীগের মধ্য দিয়ে দেশবাসীকে স্বাধিকার থেকে স্বাধীনতার দিকে পরিচালিত করতে সক্ষম হয়েছিলেন; সাড়ে সাত কোটি মানুষকে চূড়ান্ত স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন এবং স্বাধীনতা পাইয়ে দিয়েছিলেন, তার রক্ত ও রাজনীতির সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনাও তেমনি ষোল কোটি মানুষকে নিয়ে সবসময় ভাবছেন। ভয়াল করোনা- সংক্রমনের এই বৈশি^ক বিপর্যয়ের কালেও তিনি ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে রাতদিন দেশবাসীর ভালোমন্দের খোঁজ খবর রাখছেন। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা। শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক মুক্তি। এই জায়গায় পিতা-পুত্রীর অবস্থান পরস্পরের পরিপূরক।আজ বাংলাদেশের উন্নয়ন যে প্রাচ্যের বিস্ময়ে পরিণত হয়েছে তার পেছনে কাজ করছে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং তা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীর- তৎপরতা। এই তৎপরতার সাফল্য অনিবার্য।

আজ জননেত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর প্রতি দেশবাসীর শুভেচ্ছার ফল্গুধারা প্রবাহিত হচ্ছে। এই নশ্বর জগত ও জীবনের কাছে তাঁর হয়তো চাওয়ার কিংবা পাওয়ার আর তেমন কিছু নেই। এক নৃশংসতম ঐতিহাসিক বর্বরতায় যিনি জীবনের সবচাইতে প্রিয় মানুষগুলোকে হারিয়েছেন, তাঁর আর কিইবা প্রত্যাশা থাকতে পারে? তবে এদেশবাসীর এখনও অনেক কিছু পাবার আছে এই মহীয়সী নারীর কাছে।

লেখকঃ  উপার্চায, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।  

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি