ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ফিলিপাইনের ডুবন্ত ট্যাংকার থেকে তেল ছড়াচ্ছে সাগরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২৭ জুলাই ২০২৪

ম্যানিলা উপসাগরে ফিলিপাইনের ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ছে সাগরে।

শনিবার উপকূলরক্ষীরা এই কথা জানিয়েছে। এরআগে কর্তৃপক্ষ ট্যাংকারের তেল সাগরে ছড়িয়ে পড়া রোধকল্পে প্রাণান্তকর চেষ্টা করার কথা জানিয়েছিল।

ফিলিপাইনের পতাকাবাহী ট্যাংকারটি ১৪ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে বৃহস্পতিবার ম্যানিলা উপকূলে ডুবে যায়।

উপকূলরক্ষীদের মুখপাত্র রিয়ার এডমিরাল আরমান্দো বালিলো বলেছেন, ডুবুরিরা জাহাজের তলদেশে সামান্য ফুটো দেখেছেন। তবে এটি এখনও উদ্বেগজনক নয়।

বালিলো বলেছেন, ট্যাংকারে থাকা সব তেল ছড়িয়ে পড়লে তা হবে ফিলিপাইনের ইতিহাসে তেল ছড়িয়ে পড়ার বৃহত্তম ঘটনা। এতে ম্যানিলা শহর ক্ষতিগ্রস্ত হওয়ারও বিরাট ঝুঁকি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ট্যাংকার এমটি টেরা নোভা নামের ট্যাংকারটি ইলোইলো শহরে যাচ্ছিল। পথিমধ্যে ম্যানিলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এটি ডুবে যায়।

ফিলিপাইনের ইতিহাসে এই যাবতকালের সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় আট লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ মিন্দোরে উপকূলে ডুবে গিয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি