ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফিলিপাইনে অগ্ন্যুৎপাতের শঙ্কায় ৪০ হাজার লোককে স্থানান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২৩ জানুয়ারি ২০১৮

ফিলিপাইনে মাউন্ট মেয়ন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সেখানকার ৪০,০০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

গত ১৩ই জানুয়ারি থেকে মধ্যাঞ্চলীয় প্রদেশ আলবে-তে এই আগ্নেয়গিরি থেকে লাভা এবং ছাইসহ ধোঁয়া বের হচ্ছে। এমন পরিস্থিতিতে আগ্নেয়গিরির চারপাশে আট কিলোমিটার এলাকায় জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে সোজা ১০ কিলোমিটার ওপরে উঠে গেছে।

আলবে প্রদেশের গভর্নর আল ফ্রান্সিস বিছারা বলেন, ধোঁয়ার ফলে কোন কোন এলাকায় খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। পাশাপাশি ওই এলাকায় ঝড়ো বাতাস বইছে এবং আগ্নেয়গিরির ছাই দূরের শহরগুলিতে ছড়িয়ে পড়তে পারে।

ফিলিপাইনে মোট ২২টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৬০ মিটার উঁচু মাউন্ট মেয়নে শেষবারের মতো অগ্নুৎপাত ঘটেছিল ২০১৪ সালে। তারও আগে ১৮১৪ সালে কাগসাওয়া শহরটি এই আগ্নেয়গিরির লাভার নীচে চাপা পড়ে যায়। এ ঘটনায় এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলো।

সূত্র: বিবিসি

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি