ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ৩ ইসরায়েলি নিহত
প্রকাশিত : ১৪:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭
পশ্চিম তীরের ইহুদি বসতিতে প্রবেশকালে তিন ইসরায়েলিকে গুলি করে হত্যা করেছে এক ফিলিস্তিনি বন্দুকধারী। পরে ৩৭ বছর বয়সী ওই বন্দুকধারীও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর বিবিসির।
পুলিশ জানায়, ফিলিস্তিনি শ্রমিকদের সঙ্গে হার আদারে প্রবেশ করার সময় হামলাকারী বন্দুক বের করে এবং পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়। এটি ইসরায়েলিদের ওপর সর্বশেষ হামলার ঘটনা।
গাজাভিত্তিক ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ এ হামলাকে অভিনন্দন জানিয়েছে। তবে কোনো পক্ষই হামলার দায়দায়িত্ব স্বীকার করে নি।
ইসরায়েলের অভ্যন্তরীন নিরাপত্তা সংস্থা একথা জানিয়েছে, তিন সন্তানের জনক এই হামলাকারী পশ্চিম তীরের কাছে ইহুদি বসতিতে কাজ করার অনুমতি পেয়েছিল। হার আদারের এক মাইল পূর্বের গ্রাম বেইত সুরিখ থেকে এসেছিল সে। এটি জেরুজালেম থেকে প্রায় ১৮ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।
পুলিশ জানায়, হামলাকারী খুব কাছ থেকে গুলি করে। ফলে তিনজন নিহত হয় এবং একজন আহতও হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ফিলিস্তিনি প্ররোচনায় এ হামলা হয়েছে বলে দাবি করছে ইসরায়লে।
//এআর
আরও পড়ুন