ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মোজো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের আকিজ ফুড অ্যান্ড বেভারেজের জনপ্রিয় ব্র্যান্ড ‘মোজো’।

গাজায় চলমান যুদ্ধে প্রাণ গেছে হাজার হাজার সাধারণ নিরীহ ফিলিস্তিনিদের। ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতিতে পড়েছে নির্যাতিত ফিলিস্তিনের সাধারণ মানুষ। এমন পরিস্তিতিতে মোজোর বিক্রয়কৃত প্রতিটি বোতল থেকে ১ টাকা যাচ্ছে এই ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি অ্যাম্বাসেডরের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন আকিজ বেভারেজ গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম রুমন, মোজো ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি