ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিল্ম ক্লাব সম্মাননা পেলেন চলচ্চিত্রের ২০ গুণী ব্যক্তিত্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ২৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৫৫, ২৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চলচ্চিত্রাঙ্গনের ২০ জন বিশেষ গুণী ব্যাক্তিত্বকে সম্মাননা প্রদান করে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের সব গুণী ব্যাক্তিত্বদের এই প্রথম এক মঞ্চে দেখা গেল। 

মঙ্গলবার এফডিসির ৮ নং ফ্লোরে বিকেলে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- বিশেষ মরণোত্তর পুরস্কার পেলেন নায়ক রাজ রাজ্জাক, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, প্রযোজক একে এম জাহাঙ্গীর খান, ববিতা, আলমগীর, রুনা লায়লা, খুরশীদ আলম, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, আকবর হাসেন পাঠান ফারুক, মাসুদ পারভেজ, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, মারপিট দৃশ্যের প্রবর্তক জ্যাম্বস গ্রুপ, ঐতিহ্যবাহী সিনেমা হল-লায়ন, দেলোয়ার জাহান ঝন্টু, চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান, ইমপ্রেস টেলিফিল্ম লিঃ, উইজার্ড মিডিয়া ডিরেক্টরী।

এছাড়া বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয় নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও ডি এ তায়েবকে।  

এ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ক্লাবে ৭ জন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। তাদেরকেও দেওয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার।

 

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি