ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ফুটবলকে বিদায় জানালেন কাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৩৫, ১৭ অক্টোবর ২০১৭

দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন ব্রাজিলীয় তারকা ফুটবলার কাকা। দেশ কিংবা ক্লাবের জার্সি গায়ে আর দেখা যাবেনা রিকার্ডো কাকাকে। ওরল্যান্ডো সিটির হয়ে এমএলএসে কলম্বাস ক্রিউ-য়ের বিপক্ষে ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন হয়ে পড়েন কাকা। মাঠের খেলায় অবশ্য তার কোনো ছাপ পড়েনি। দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়েই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

বিদায়ী ম্যাচে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি কাকা। ওলা কামারার একমাত্র গোলে ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাকা`র দলকে। কাকাকে সম্মাননা জানিয়েছে পুরো ওরল্যান্ডো সিটি ক্লাব।

১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ (২০০২ সাল) জিতেছেন কাকা। হয়েছেন ২০০৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারও। ক্লাব পর্য‌্যায়ে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মত ক্লাবে। জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা। শৈল্পিক ফুটবলের এই ধারককে নি:সন্দেহে মিস করবে ফুটবল ভক্তরা।

 

সূত্র: দ্য টেলিগ্রাফ

এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি