ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফুটবল ছেড়ে পোকার খেলছেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৮ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপ নেইমারের জন্য ছিল ব্যর্থতায় মোড়ানো। অনেকটা দু:স্বপ্নের মতো। অনেক সমালোচনা সইতে হয়েছে। মাঠে বারবার গড়াগড়ি নিয়ে অনেক জোকও হয়েছে। এই হাতাশা থেকে নিজেকে বের করে আনতে নিত্যনতুন উপায় খুঁজছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

রাশিয়া থেকে দেশে ফিরে প্রথমে ফাইভ-আ-সাইড টুর্নামেন্ট নিয়ে কিছু দিন কাটিয়ে এখন তাঁর নতুন বিনোদনে মেতে উঠেছেন। সাও পাওলোতে `পোকার সিরিজ`ই এখন সঙ্গী নেইমারের।

বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের একজন এখন সাওপাওলোয় পোকার সিরিজ খেলতে নেমেছেন ২৮৮ জনের সঙ্গে। শুধু খেলছেন না, ন`জনকে নিয়ে এই সিরিজের যে ফাইনাল হবে, সেখানেও উঠেছেন ষষ্ঠ স্থান পেয়ে। এ দিকে, নেমারের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, এই সিরিজ খেলেই তিনি প্যারিসে চলে যাবেন। যোগ দেবেন প্যারি সাঁ জাঁ-র অনুশীলনে।

এদিকে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে জল্পনা থামছেই না। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় পর জল্পনা আরও বেড়েছে। তবে এ প্রসঙ্গে নেইমার বলেন, এ সবই সংবাদ মাধ্যমের বানানো গল্প। আমার সঙ্গে পিএসজি-র চুক্তি রয়েছে। তাকে অসম্মান করতে পারি না। তা ছাড়া নতুন চ্যালেঞ্জ নেব বলেই প্যারিসে খেলব ঠিক করেছি। আমার লক্ষ্য আরও বড় কিছু করে দেখানো। আর সেটা পিএসজি-তে খেলেই। রাতারাতি মত পাল্টে ফেলার মতো পাগল আমি নই। নতুন মৌসুমে আমাকে অনেক কিছু করে দেখাতে হবে।

সূত্র : জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি