ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফুটবল বোঝেন না শাকিরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১২ জুন ২০১৮

বিশ্বকাপ ফুটবল নিয়ে জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছেন লাতিন সংগীত তারকা শাকিরা। শুধু তাই নয়, বিশ্বখ্যাত স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সংসার করছেন আট বছর ধরে। কিন্তু এই তিনিই নাকি এখনও ফুটবল খেলাটাকে ঠিকমতো বুঝে উঠতে পারেননি। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন শকিরা।

সাক্ষাৎকারে শাকিরা বললেন, ‘এখনও ‘অফসাইড’ বিষয়টা বুঝতে পারি না। ভাবা যায় জেরার্ডের সঙ্গে আট বছর কাটানোর পরও আমার এই অবস্থা!’

তিনি বলেন, আমি খেলা নিয়ে সমালোচনা করার সাহস পাই না। তবে মাঝেমধ্যে সমালোচনা করি। কারণ আমি নাকি খেলা নিয়ে কিছু বললে জেরার্ডের কাছে খুব কিউট লাগে।

সূত্র: বিবিসি

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি