ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ফুলকপি, বাধাকপি, মুলা, সিমের দাম কমলেও কাঁচামরিচ-সহ অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত

প্রকাশিত : ১৩:৫০, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৪, ২৫ নভেম্বর ২০১৬

রাজধানীর বাজারে ফুলকপি, বাধাকপি, মুলা আর সিমের দাম কিছুটা কমলেও কাঁচামরিচ-সহ অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত। ছোট মাছের সরবরাহ ভালো তবে দাম বেশী নেয়ার অভিযোগ ক্রেতাদের। এদিকে পেয়াঁজ ও আদার দাম আগের মতো হলেও কিছুটা বেড়েছে রসুনের দাম। এছাড়া বাজারে এসেছে জলপাই, বেল, কদবেল ও কমলা-সহ বেশ কিছু মৌসুমী ফল। বাজারে শীতের সবজি এসেছে কয়েক সপ্তাহ আগেই। তবে বেশীরভাগ সবজির দামই ছিলো কেজীতে ৬০ টাকার ওপরে। তবে এ সপ্তাহে কয়েকটি সবজির দাম কমেছে বলে দাবী বিক্রেতাদের। যদিও ক্রেতারা বলছেন দাম আগের মতোই বাড়তি। এদিকে বাজারে ছোট মাছের সরবরাহ ভালো বলে জানান বিক্রেতারা। মলা ৪০০, পাবদা ও ছোট ৫ মিশালি মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। তবে দাম বেশী বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে বাজারে এসেছে জলপাই, বেল, কদবেল, কমলা, পানিফল-সহ বেশ কিছু মৌসুমী ফল। তবে দাম কিছুটা কমা উচিত বলে মনে করেন ক্রেতারা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি